২ বছর সিনেমার কোন শুটিং করেননি বলিউড বাদশা শাহরুখ খান। নিজের প্রোডাকশন হাউজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এতদিন তিনি সিনেমার স্ক্রিপ্ট পড়ে সময় কাটিয়েছেন। জানা গেছে প্রায় ২০টির মতো সিনেমার চিত্রনাট্য পড়েছেন শাহরুখ। সেখান থেকে ৬টি ছবি পছন্দ করেছেন তিনি।
তার একটি ‘পাঠান’। সেই ছবি দিয়েই অবশেষে শুটিং সেটে ফিরলেন বলিউড বাদশা। তার সর্বশেষ সিনেমা জিরো মুক্তির প্রায় ২ বছর পর আজ ১৮ নভেম্বর থেকে শুটিং শুরু করলেন তিনি।
বলিউড হাঙ্গামা তাদের এক খবর প্রকাশ করেছে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমার শুটিং সেটে ফিরেছেন শাহরুখ খান।
এ ছবির সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছে, যশরাজ ফিল্মসের মুম্বাই স্টুডিওতে আজ থেকে শুরু হয়েছে ‘পাঠান’ সিনেমার শুটিং। শাহরুখ আজ যোগ দিয়েছেন।
প্রথম দিনে দেখা মেলেনি দীপিকা এবং জন আব্রাহামের। ডিসেম্বর অথবা সামনের বছরের শুরু থেকে এ সিনেমার কাজে নামবেন তারা।
এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে সালমান খানের। তিনি কবে নাগাদ শুটিংয়ে যোগ দিবেন সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। সিনেমাটি সম্পর্কে অফিশিয়ালি এখনো কোনো কিছু বলতে রাজি হয়নি যশরাজ ফিল্মস।