দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসাবে ঘোষণা করেছে জাতিসংঘ।
তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) জন্য কাজ করবেন।
গতকাল ইউএনএইচসিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
তাহসানের শুভেচ্ছাদূত হওয়ার খবরে তাকে অভিনন্দন জানাচ্ছেন তার বন্ধু-সহকর্মীরা। কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও সেই তালিকায় রয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত হওয়ার পর বেশ কিছু অফিশিয়াল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তাহসান। সেখানে অনুপম লিখেছেন, খুব ভালো। একই সঙ্গে তালি বাজিয়ে অভিবাদন জানানোর ইমোজি ব্যবহার করেছেন।
তাহসান উত্তরে জানিয়েছেন, ‘থ্যাংকস বন্ধু, এবার আমাদের গানটা শেষ করতে হবে।’
তাহসানের এই জবাবে প্রকাশ পেল আরও একটি খবর। খুব শিগগিরই হয়তো অনুপমের সঙ্গে পাওয়া যাবে তাহসানের গান।
প্রসঙ্গত, সারাবিশ্বে শরণার্থী সংস্থার মোট ৩২ জন শুভেচ্ছাদূত আছেন বিশ্বজুড়ে। তারা তাদের জনপ্রিয়তা ও কাজের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থাটির কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। সেই তালিকায় যুক্ত হলেন তাহসান খান।
২০১৯ সাল থেকেই শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দেয়ার বিভিন্ন উদ্যোগে ইউএনএইচসিআর-এর সাথে কাজ করে চলেছেন তাহসান।
অবশেষে আনুষ্ঠানিকভাবে তাকে শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা দিলো জাতিসংঘ।
অনুষ্ঠানে তাহসান জানান, ‘জাতিসংঘের শরণার্থী সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিতবোধ করছি। পৃথিবীর এক শতাংশেরও বেশি মানুষ আজ সংঘাত ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত। শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব বলে মনে করছি।’
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন তাহসান।