প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে আক্রান্ত হয়েছেন দেশের নন্দিত অভিনেতা আবদুল কাদের। তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় তাকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে নেয়া হয়। এরপর কিছুটা সুস্থ হওয়ায় দেশে আনা হয়।
দেশে ফিরে তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আজ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এই অভিনেতা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, তার মরদেহ হাসপাতাল থেকে বাসায় নেয়া হবে।