নিজস্ব প্রতিবেদক
কনকনে শীত পড়ছে ঢাকাসহ সারা বাংলাদেশে। করোনা পরিস্থিতির মাঝে শীত যেন এক মহাতান্ডব রাজধানীর ফুটপাতে রাত কাটানো ছিন্নমূল মানুষের কাছে। এই শীত দিন দিন যেন আরও তিব্র হয়ে পড়ছে। এই সম্ভাবনা থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন উদ্যোগ নেন ঢাকার এই ছিন্নমূল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করবেন। তার ধারাবাহিতায় তিনি বিত্তবান এবং নিজস্ব তহবিল থেকে কম্বল সংগ্রহ করেন এবং ছাত্রলীগের সহযোদ্ধাদের নিয়ে গঠন করেন গ্রুপ “বিজয় ৭১”।
‘বিজয় ৭১’র সংগঠকদের সাথে নিয়ে গতকাল রাত ১১টাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপসহ বিভিন্ন এলাকায় শতাধিক কম্বল কম্বল বিতরণ করেন।
ছাত্রলীগ নেতা নাজিম জানান, তার এই কম্বল বিতরণ পুরো বিজয়ের মাস জুড়ে অব্যহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সম্পাদক আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভুঁইয়া অশ্রু , ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পরিবেশ সম্পাদক তামজিদ হোসেন , জাহিদ তুষারসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।