সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরসভা নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগকে হারিয়ে মেয়রপদে নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত উপজেলার সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার হোসেন।
চামচ প্রতীকে ৮ হাজার ৩ শত ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূইয়া নৌকা প্রতীকে ৮ হাজার ৮শত ১৮ ভোট ও বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুনুজ্জামান ধান প্রতীকে ৮শত ১৭ ভোট পেয়েছেন।
আজ সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেছেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।