আগামীকাল এমপি হিসেবে শপথ নেবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। বিকেল ৪টায় সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার একাংশ) থেকে নির্বাচিত এই এমপিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখার সহকারী পরিচালক নুরুল আবছার কাজল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। ওই আসনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ হয়। মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন।
গত ১৩ জুন এ আসনের এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করেছিল জাতীয় সংসদ।