চলতি অর্থবছরে নির্বাচিত চলমান ২২টি প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ এবং ৮টি সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে।
বক্তব্য দেয়ার সময় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান কথা বলেন। আজ (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ কর্মশালা শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী জানান, ‘আমাকে নিয়ে অনেক সুন্দর কথা বলেছেন প্রদীপ এবং সাইফুজ্জামান। আমাকে অত প্রশংসা করতে হবে না। এতে লজ্জা লাগে, মাঝে মাঝে অস্বস্তিকর। ধন্যবাদ, আসুন, ভালো আছেন, এটুকু যথেষ্ট। ফুল-ফাল দেয়া কমেছে ইদানীং। আরও কমাব আমরা। গেলেই ফুল নিয়ে আসে, ক্রেস্ট দেয় এগুলো কমিয়ে আনা দরকার।’
তিনি জানান, ‘স্ফুলিঙ্গ ২১ ফেব্রুয়ারি সামনে আসছে। তাদেরকে (ভাষা শহিদ) স্মরণ করতে হবে। স্মরণ করে মাথা নোয়াবেন না, মাথা ভেঙে পড়ে যাবেন না। আমাদের বীর পুরুষদের সালাম দেব, ধন্যবাদ জানাব, তারপর কাজে চলে যাব। ওদিকে তাকিয়ে বন্দনাগীতি গেয়ে সারাবেলা নষ্ট করলে দিন নষ্ট হয়ে যাবে।’
‘নিজেদের অবস্থান সম্পর্কে আপনারা গর্ববোধ করবেন। লজ্জা পাবেন না, ভয় পাবেন না। ভয় পাওয়ার দিন শেষ। মাথা নুইয়ে চলার দিন ও শেষ। স্বাধীন দেশের মানুষ আপনারা। কাজ করব, কাজের ফল ভোগ করব।