ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের চুক্তির মেয়াদ আরও ৩ বছর বেড়েছে।
২০১৮ সালের ২৩ ডিসেম্বর থেকে চুক্তিতে এই হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।
চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী ১২ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য বাড়িয়ে গতকাল (২৪ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।