আয়কর দিতে ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে প্রায় ৯ কোটি টাকা চেয়ে আবেদন করেছেন ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা ২ ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন।
গতকাল (৭ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ আবেদন করেছেন তাদের আইনজীবী আনোয়ার হোসেন। এ বিষয়ে তিনি লিখিত আপত্তি জমা দিতে সময় চাইলে আদালত তা মঞ্জুর করেছেন।
এনু ও রুপনের ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর তাদের বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ অক্টোবর ২টি মামলা করে দুদক।
এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের অপর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা দায়ের করেন।
গত বছরের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের একটি ভবন থেকে এক সহযোগীসহ গ্রেফতার হন এনু-রুপন ২ ভাই। র্যাবের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, তাদের সিন্দুকে পাওয়া ওই টাকার উৎস ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনোর। টাকা রাখতে জায়গা বেশি লাগে বলে কিছু অংশ দিয়ে স্বর্ণ কিনে রাখতেন তারা।
ওই ঘটনার পর মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনা ও অর্থ পাচারের অভিযোগে ৪টি মামলার তদন্ত করছে সিআইডি।