মৌলভীবাজারের বড়লেখায় শামীম আহমদ (৫৫) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১২ জানুয়ারি) সকালে নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা এলাকায় ইট ভাটার পাশে তার লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শামীম আহমদ ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
জানা গেছে, গতকাল (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শামীম আহমদ। পরিবারের পক্ষ থেকে ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।
আজ সকালে কবিরা গ্রামের ইট ভাটা এলাকায় ২ শিশু গরু চরাতে গেলে শামীম আহমদকে মাটিতে পড়ে থাকতে দেখে। তার দেহের পাশে মোবাইলে বাজছে শুনে এক শিশু ফোন রিসিভ করে লাশের কথা জানায়।
স্থানীয়রা পুলিশকে খবর দেয়। শামীম আহমদকে সর্বশেষ কবিরা নয়াপাড়া এলাকায় দেখা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার জানান, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজারে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।