প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান, অভিনেত্রী নীতু কাপুর এবং পরিচালক রাজ মেহতা। ২ গুরুত্বপূর্ণ অভিনয়শিল্পীসহ পরিচালক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় স্থগিত রাখা হয়েছে ছবিটির শুটিং।
গতকাল (০৪ ডিসেম্বর) রাতে একাধিক ভারতীয় গণমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ ঘটনার পর বন্ধ করা হয়েছে ‘যুগ যুগ জিও’ ছবির শুটিং। এই ৩জন সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং পুনরায় শুরু হচ্ছে না।
এই পরিস্থিতিতে নীতু, বরুণ ও রাজ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার এ বিষয়টি চিন্তায় ফেলেছে সংশ্লিষ্টদেরকে। এই ছবিতে আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি এবং প্রাজক্তা কোলিও। তাদের বিষয়ে কিছু এখনও পর্যন্ত জানা যায়নি।
সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে ফের শুটিং শুরু হয়। প্রত্যেক সিনেমা বা সিরিয়ালের শুটিংয়ের আগে কলাকুশলীদের করোনা পরীক্ষা এখন বাধ্যতামূলক। শুটিং ফ্লোরে সবসময় মুখে মাস্ক পরে থাকতে হয়। শুধুমাত্র অভিনেতারা ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় মাস্ক খুলতে পারেন।