তারকাদের বিয়ের ভাঙন নতুন কিছু নয়। এবার আবারও টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় সংসারেও ভাঙনের সুর বেজেছে। সম্প্রতি এমনই আভাস দিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ ইন্ডিয়া।
ওই খবরে বলা হয়েছে, রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তী আর থাকছেন না! বিষয়টির খোঁজ করতেই দেখা যায়, অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে উধাও স্বামী রোশন সিংয়ের সব ছবি। রোশন সিংয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজলেও মিলছে না স্ত্রী শ্রাবন্তীর ছবি।
অভিনেত্রী এখনও নিজেকে ‘শ্রাবন্তী সিং’ হিসেবেই পরিচয় দিচ্ছেন। আবার ভেরিফায়েড ফেসবুক পেজেও দেখা গেল প্রোফাইল পিকচারটি রোশনের সঙ্গেই।
জি নিউজ ইন্ডিয়া দাবি করছে, এই মুহূর্তে টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তীর স্বামী রোশন সিংয়ের সঙ্গে থাকছেন না।
শ্রাবন্তীর সঙ্গে এক ছাদের নিচে না থাকলেও, রোশন বা অভিনেত্রী নিজে বিষয়টি নিয়ে কিছু জানায়নি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ককে ‘অতীত সম্পর্ক’ বলে মন্তব্য করেন রোশন সিং।