বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের কাজ শুরুর পর এবার অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর’ করার প্রস্তাব পাশ হয়েছে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রিসভায়।
আজ আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে খবরটি জানিয়ে লিখেছে, খাতায়কলমে অযোধ্যাকে ‘রামনগরীতে’ রূপান্তরিত করার প্রচেষ্টা থেকে এখনই বিরত হচ্ছে না বিজেপিদলীয় যোগী আদিত্যনাথের রাজ্য সরকার।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয়। এখন দেশের বেসামরিক বিমান মন্ত্রণালয়ে এটি পাঠানো হবে।
রাজ্য সরকার জানিয়েছে, অযোধ্যা শহরকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরাই সরকারের লক্ষ্য। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে একটি আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থার সাহায্যও নেয়া হবে।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইটারে লেখেন, মন্ত্রিসভায় অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে ‘মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের’ নামে করার প্রস্তাব পাশ হয়েছে। আপনাদের সরকার শ্রীরাম লালার শহর অযোধ্যাকে বিশ্বমানের ধর্মীয় স্থান হিসেবে গড়ে তোলায় সঙ্কল্পবদ্ধ।