সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের ১০ মসজিদে নামাজ পড়া স্থগিত করা হয়েছে।
মসজিদে উপাসনাকারী ও কর্মরতদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিবেদনের প্রেক্ষিতে দেশটির ইসলামিক দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছেন।
এ খবরে বলা হয়, সৌদি আরবের আল-দালাম অঞ্চলের মসজিদ বিভাগের পরিচালক ও মসজিদে কর্মরত ৬ কর্মীর করোনা ভাইরাস পজেটিভ হওয়ার প্রেক্ষিতে এসব মসজিদে নামাজ পড়া স্থগিত করে দেয়া হয়।
গত ৮ ফেব্রুয়ারি (সোমবার) এক প্রতিবেদনে জানায়, ২ দিনের মধ্যে তারা রিয়াদ অঞ্চলের ৫টি মসজিদ, হরাইমোলাহ অঞ্চলের ৩টি মসজিদ এবং আল-আফলাজ ও আল-দালাম অঞ্চলের ১টি করে মসজিদে নামাজ পড়া স্থগিত করে দিয়েছে।
দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী ৩টি মসজিদ, আল-বাহা অঞ্চলের আল-মান্দাকে ১টি মসজিদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের একটি মসজিদে নামাজ পড়া বন্ধ করার তালিকায় রয়েছে।
খবর সৌদি গেজেট