প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুরে আরও এক নার্সিং ইন্সট্রাক্টরের মৃত্যু হয়েছে। আমিনা খাতুন (৫২) নামের ওই নার্সিং ইন্সট্রাক্টর দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।
আজ বেলা পৌনে ১১টার সময় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্প্রতি দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তাসহ ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এদের মধ্যে নার্সিং ইন্সট্রাক্টর আমিনা খাতুন গত ২১ অক্টোবর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুররের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের করোনা ইউনিটের ফ্লু- কর্নারে ভর্তি হন।
তার অবস্থার অবনতি হলে তাকে করোনা ইউনিটের রেডজোনে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। আজ বেলা পৌনে ১১টার সময় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ নিয়ে ২ জন নার্সের মৃত্যু হলো।