চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার হারবাং লাল ব্রিজ এলাকায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হারবাং লাল ব্রিজ এলাকায় সকাল ৯টার দিকে কক্সবাজারগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হন।
নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইস উপজেলার দোহাজারী বড়পাড়া গ্রামের বশির আহমদ, চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশের আব্দুর শুক্কুর ও কক্সবাজারের চকরিয়ার রুবিদা আক্তার। পরে হাসপাতালে নেওয়ার পর আব্দুল মান্নান (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল হক।
ঘটনার পর বাস ও কাভার্ড ভ্যান চালকরা পালিয়ে যায়। তবে পুলিশ বাস ও কার্ভাড ভ্যান জব্দ করেছে। মামলা প্রক্রিয়াধীন।