পটুয়াখালীর কুয়াকাটায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল (২৬ নভেম্বর) গৃহবধূ নিজেই বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন।
জানা গেছে, ২ মাস ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন প্রতিবেশী আবু তাহের (৩২)। প্রস্তাবে রাজি না হয়ে এ বিষয়টি তার স্বামীকে জানায়। স্বামী এর প্রতিবাদ করলে আবু তাহের উল্টো ক্ষিপ্ত হন।
ঘটনার দিন তার স্বামী বাসায় না থাকার সুযোগে আবু তাহের ঘরে প্রবেশ করে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধর করে পালিয়ে যায়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য পরে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত আবু তাহের মামলার বিবরণ সম্পূর্ণ মিথ্যা দাবি করে জানান, সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এমন অভিযোগ আনা হয়েছে।