খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খোরশেদ আলম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে মানিকছড়ির তিনটহরী বাজারের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মানিকছড়ির তিনটহরি বাজারের পূর্ব পাশে মো. জহিরুল ইসলামের বাড়িতে ব্যাটারিচালিত টমটমের ব্যাটারি চার্জ দেয়া হতো।
খোরশেদ আলম ঘটনার সময় ব্যাটারি চার্জ দেয়ার ঘরে প্রবেশ করেন। তিনি বিদ্যুতের মেইন সুইচ অফ না করে ব্যাটারি স্পর্শ করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিলেন খোরশেদ ধারনা করা হচ্ছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।