বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা অভিযোগ করছেন তাদের বাসায় র্যাব অভিযান চালিয়েছে।
আজ(১২ নভেম্বর) দুপুরে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় অবস্থিত বাসায় এ অভিযান চালানো হয় বলে দাবি করেছেন শিরিন সুলতানা।
তিনি জানান, দুপুর পৌনে ১টার দিকে র্যাবের সদস্যরা আমার বাসায় ঘণ্টাব্যাপী অভিযান চালায়। এ সময় আমি এবং আমার স্বামী কেউ বাসায় ছিলাম না।
বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম অভিযোগ করেন, পুলিশ তাকে হয়রানি করছে।
তিনি বলেন, দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পর রিকশায় উঠতে গেলে পুলিশ আমার গতিরোধ করে আমাকে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার মুখোমুখি করে, পরে আমার বিশ্ববিদ্যালয়ের পরিচয় পেয়ে তারা আমাকে ছেড়ে দেয়।
বিএনপির সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু বলেছেন, দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রেস ব্রিফিং শেষে তাদের দলের অন্তত ১০-১২ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।