সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় হিরো আলম।
সে যাই করে তা নিয়ে রীতিমত হইচই পড়ে যায়। তারই ধারাবাহিকতায় এবার তিনি ‘বাবু খাইছো’ গানটি গাইলেন।
হিরো আলমের গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘ডেটিংয়ে যখন তুমি আমি যাই, তুমি বলো- নানা নানা না’। এমওএম মিউজিক থেকে গানটি প্রকাশ করা হচ্ছে।
ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই তার গানের ভিডিও ফেসবুকে পোস্ট করছেন।
হিরো আলম জানান, ‘আমার ইচ্ছা হলো, আমি গান গাইব। সেটাও করলাম। দর্শকদের গানটি ভালো লাগবে।’ ভবিষ্যতে তিনি আরও গান গাইবেন। এসব গানের মিউজিক ভিডিও করবেন। তার যেসব গান আসবে; সেসবের মিউজিক ভিডিওতে তিনিই থাকবেন।তাছাড়া একটি অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন তিনি।