ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন।
আজ (বুধবার) রাজস্থানের সূর্বল এলাকায় তার গাড়িটি দুর্ঘটনায় দুমড়ে -মুচড়ে গেছে। আজহারউদ্দিনের ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, এই ক্রিকেটারের বড় কোনো ক্ষতি হয়নি।
কোটা মেগা মহাসড়কে সূর্বল পুলিশ স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় আজহারউদ্দিনের গাড়ির সামনের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, আজহারউদ্দিনের সঙ্গে থাকা একজন একটু আঘাত পেয়েছেন। তবে সাবেক এই ক্রিকেটার অক্ষত আছেন।
দুর্ঘটনার পর পরিবারকে নিয়ে আরেকটি গাড়িতে করে হোটেলে পৌঁছান আজহারউদ্দিন। জানা গেছে, দুর্ঘটনার আগে তিনি পরিবার নিয়ে রাথাম্বর যাচ্ছিলেন।