চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৯জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল(৮ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার কফিল উদ্দিন।
তিনি জানান, গ্যাস সিলিন্ডার নয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আমরা এমনই আলামত পেয়েছি। ওই ফ্ল্যাটের অনেকগুলো পয়েন্টে একসঙ্গে স্পার্কের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় মোট ৯জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩জনের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা ততটা খারাপ নয়।