চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান আহ্বান করেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের ২য় ঢেউ সামাল দিতে সিএনজি চালকদেরকে ‘নো মাস্ক নো প্যাসেঞ্জার’ স্লোগান নিয়ে সচেতনতার সাথে যাত্রী পরিবহন করতে।
পুলিশ সুপার আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী বারবার সবাইকে করোনার ২য় ওয়েভের জন্য সবাইকে অগ্রিম প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছেন।
বিশেষ করে সিএনজির মাধ্যমে অতি দ্রুত করোনা ভাইরাসের বিস্তার সম্ভব। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের চলাচলের সহজ মাধ্যম হলো সিএনজি। তাই মহামারি করোনার বিস্তার রোধে সিএনজি চালকদের মাস্ক ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে না ওঠানোর আহ্বান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সভাটি পরিচালনা করেন। সভায় সিএনজিচালিত অটোরিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স নবায়ন ও স্ট্যান্ড নিয়ে আলোচনা করা হয়। অবৈধ যানবাহন যেন রাস্তায় না চলে এ জন্য যথাযত কর্তৃপক্ষের দৃষ্টি দেয়ার দাবি জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রাহীম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দীন, সিএনজি মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।