চাঁদপুরের ফরিদগঞ্জে তেলের লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- অটোরিকশার চালক জাহাঙ্গীর (৪০) ও যাত্রী রুমা আক্তার (৩৮)। আহত হয়েছেন মামুন হোসেন (৩০) নামে আরও ১জন।
১জনকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (১ ডিসেম্বর) সকাল ৮টায় চতুরা হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে সিএনজি অটোরিকশাটি। অপরদিকে চাঁদপুর থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল তেলবাহী লরিটি। চতুরা হসপিটালের সামনে এসে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই ২জন নিহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পাঠান স্থানীয়রা। এসময় লরিচালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লরির চালক পলাতক রয়েছেন। গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।