চাঁদপুর মতলব উত্তর উপজেলায় সাধু বাবা সেজে একই পরিবারের ৩জনকে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।
গতকাল (৪ নভেম্বর) দিবাগত রাতে চৌমহনী উত্তর দুর্গাপুর গ্রামের শীল বাড়িতে এ ঘটনা ঘটে।
ভোররাতেই অচেতন অবস্থায় আত্মীয়-স্বজনরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তাদের স্বজনরা জানায়, ২-৩দিন ধরে গামছা পরিহিত দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোকনাথের বেশে সাধু বাবা সেজে ঘোরাঘুরি করছিলেন। রাতে ওই ব্যক্তি খোকন শীলের ঘরে যান এবং তাদের পরিবারের উন্নতির জন্য ঝাড়ফুঁক ও জলপড়া দেন। রাতে তিনি খাওয়ার কথা বললে কিছুই খাননি। পরে তাকে ওই ঘরেই থাকতে দেয়া হয়।
রাত ৪টার দিকে বাসনা রাণী বাইরে বের হয়ে দেখেন তার দেবর খোকন শীলের ঘরের দরজা খোলা। তিনি তাদের ডাকতে ঘরে ঢুকে দেখেন তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে আছেন। ঘরের স্টিলের আলমারি, কম্বলসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো। সাধু বাবা ঘরের কোথাও নেই। পরে তিনি চিৎকার করলে বাড়ির অন্য লোকজনেরাও এগিয়ে এসে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরিবারের সবাই অচেতন থাকায় ঘরের আরও কী কী লুট হয়েছে জানা যায়নি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজাউদ্দৌলা রুবেল বলেন, হাসপাতালে ৩জন রোগী অচেতন অবস্থায় ভর্তি হয়েছেন। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।