চাকরি দেয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস চ্যান্সেলরের ব্যক্তিগত সহকারীর (পিএস) স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
আজ(১৭ ডিসেম্বর) বিকেলে খুলনার দিঘলিয়ার তেলিগাতি মধ্যপাড়া এলাকায় ভিসির পিএস এফএম সাইফুল্লাহ পলাশের স্ত্রী দিলারা জাহান পায়েলকে (৩০) আটক করেছে ভুক্তভোগীরা।
আড়ংঘাটা থানা পুলিশ তাকে আটক করেছে। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলার যথাযথ প্রস্তুতি চলছে।
ভুক্তভোগী মো. হোসেন শেখ জানান, রেলগেট মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা দিলারা জাহান তার স্বামীর মাধ্যমে কুয়েটে চাকরির কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় এক কোটি টাকা নেয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাদের চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। পরে তাকে আটক করে পুলিশে দেয় জনতা।
পিএস সাইফুল্লাহ পলাশ বলেন, তার স্ত্রী দিলারা জাহান পায়েল মানসিকভাবে অসুস্থ। আর্থিক লেনদেনের এ বিষয়টি জানার পর তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।
এ বিষয়ে কুয়েট জনসংযোগ দফতরের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার বলেন, এ ধরনের কোনো অভিযোগ বিশ্ববিদ্যালয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আরংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, তেলিগাতিতে লোকজন পায়েল নামে একজন মহিলাকে আটক রেখেছে জানতে পেরে আমরা তাকে উদ্ধার করেছি। এলাকাবাসী মৌখিকভাবে জানায় ওই মহিলা চাকরি দেয়ার নামে টাকা নিয়েছে। কিন্তু এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। আমরা তাকে থানায় এনেছি। কেউ অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।