আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম সুনামগঞ্জের ছাতকে চতুর্থবারের মতো মেয়র হলেন। ১২ হাজার ৮২৩ ভোটে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ন্যান্সি পেয়েছেন ৭ হাজার ৯০৮ ভোট।
আজ(১৬ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার এ ফলাফল ঘোষণা করেছেন।