ব্যাংক হলিডে এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা ৩দিন ব্যাংক লেনদেন বন্ধ থাকছে।
চলতি বছরের শেষদিন আজ (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে, তাছাড়া নতুন বছরের প্রথম ২দিন ১ ও ২ জানুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। ৩ দিন দেশের ব্যাংকিংখাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন বন্ধ থাকবে।
গতকাল (৩০ ডিসেম্বর) ছিল চলতি বছরে ব্যাংক ও আর্থিকখাতের লেনদেনের শেষ কার্যদিবস। আজ(৩১ ডিসেম্বর) বছরের শেষদিন। তবে এ দিনটিতে প্রতিবছর ব্যাংক হলিডে থাকে। এদিন চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়েছিল।
১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিক প্রতিবেদন করা হয়। দিনটিতে গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম পরিচালনা করা হয় না।