ফেনীতে টিকটকের ভিডিও ক্লিপ বানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মহিউল ও ফায়েল নামে ২ তরুণ মারাত্মকভাবে আহত হয়েছে।
গতকাল দিবাগত রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে দাগনভূঞা উপজেলার সেকান্দর পুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মহিউল ও সিন্দুরপুর এলাকার আবদুল মালেকের ছেলে ফায়েল টিকটকের ভিডিও নিয়ে কাজ করছেন।
গতকাল রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় তারা টিকটক ভিডিও বানানোর জন্য একটি মোটরসাইকেলে দ্রুত গতিতে চালাচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। তারা ২জনই এতে ছিটকে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনতু চক্রবর্তী বলেন, গুরুতর আহত অবস্থায় মহিউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফায়েলকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, টিকটক ভিডিও বানাতে গিয়ে ২ যুবক আহত হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোন ধরনের অভিযোগ করেনি।