যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম।
গতকাল (৭ জানুয়ারি) ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুকে দেয়া এক পোস্টে মার্ক জাকারবার্গ জানান, ‘আমরা বিশ্বাস করি, এই সময়ে প্রেসিডেন্টকে (ট্রাম্প) আমাদের সেবা ব্যবহার করতে দেয়ার ঝুঁকি অনেক বেশি। তাই আমরা তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর শেষ না হওয়ার আগের ২ সপ্তাহ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর আগে টুইটারও প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য ব্লক করেছিল। তবে গতকাল সকালে ১২ ঘণ্টা পর তার অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে।