ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর পল্টনে মুক্তাঙ্গন পার্কে অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
অভিযানকালে পার্কের ভেতরে থাকা ‘মুক্তাঙ্গন জামে মসজিদ’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
আজ (১১ ফেব্রুয়ারি) ডিএসসিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ।
তিনি জানান, ডিএসসিসির এক অফিস আদেশ এই পার্কের ভেতর থাকা অবৈধ স্থাপনা এবং একটি নামাজের জায়গা (মসজিদ) ভেঙে দেয়ার নির্দেশনা ছিল। সেই নির্দেশনার আলোকে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। পার্কের ভেতরে থাকা সব অবৈধ বা নকশাবহির্ভূত স্থাপনা ভেঙে দেয়া হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ধানমন্ডি লেকের ভেতরে থাকা ‘আর-রহমান জামে মসজিদ’ ভেঙে দিয়েছিল ডিএসসিসি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি ধানমন্ডিতে প্রতিবাদ সভাও করেছেন ধানমন্ডি ওয়েলফেয়ার সমিতি। এর এক সপ্তাহের মাথায় আজ মুক্তাঙ্গন জামে মসজিদটি ভাঙল ডিএসসিসি।