যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আকবর আলী মাওলানা (৯৫) নামে এক আসামি মারা গেছেন।
গতকাল (৩ জানুয়ারি) দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কারারক্ষীরা। রাত পোনে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আকবর আলীর বাড়ি কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার তাজিও বাবেশা গ্রামে।
নিবার্হী ম্যাজিট্রিটের উপস্থিতিতে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মুনসুর আহমেদ মৃতের সুরতহাল প্রতিবেদন করেন। আজ বিকেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের পর স্বজনরা আকবর আলীর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যান।