দাদাকে নিয়ে বারবার মৃত্যুর গুজব ছড়ানোর পর এক ভিডিও বার্তা দিয়েছিলো আবদুল কাদেররের ছোট্ট নাতনি সিমরিন লুবাবা। আজ সে অবিরাম কাঁদছে। ‘জানের দাদা’র বিদায় কোন ভাবেই যেন মেনে নিতে পারছে না লুবাবা।
আজ (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে ভুগে মারা গেছেন নন্দিত এ অভিনেতা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা যান। তারপর থেকেই কান্না থামছে না লুবাবার। অভিনেতার বাসভবন মিরপুর ডিওএইচএসে গিয়ে স্বজনদের কাছ থেকে এ কথাই জানা গেল।
ডিওএইচএস জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে আবদুল কাদেরের জানাজা। সেখান থেকে মরদেহ লাশবাসী অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে। এরই প্রস্তুতি চলছে। এমন সময় মায়ের সঙ্গে দাদার লাশের দিকে অপলক তাকিয়ে আছে সে।
কথা বলতে চাইলেই ফুপিয়ে কেঁদে উঠলো। জানালো দাদার দিয়ে যাওয়া শেষ উপদেশগুলো। লুবাবা জানিয়েছে, ‘তার দাদা বলে গেছেন সবসময় যেন ভালো কাজ করি। ভালো মানুষদের সঙ্গে যেন চলি। সবসময় বড়দের সঙ্গে ভালো ব্যবহার করবে।’
আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি নিশ্চিত করেছেন, আজ মাগরিব নামাজের পর রাজধানীর বনানীতে সমাহিত করা হবে আবদুল কাদেরকে।