গণস্বাস্থ্য কেন্দ্র ভারতের দিল্লিতে আন্দোলনরত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বরাবর আবারো চিঠি দিয়েছে।
আজ(১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে চিঠি পৌঁছে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
গত ২৪ ডিসেম্বর দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে চিঠি দিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। সে চিঠির জবাব না আসায় আজ আবার চিঠি দেয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত চিঠিতে হাইকমিশনারের উদ্দেশে বলা হয়, গত ২৪ ডিসেম্বর সংযুক্ত পত্রের প্রেক্ষিতে আমরা এখনো কোনো সাড়া পাইনি। দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য হাতেবোনা ২ হাজার কম্বল গ্রহণের জন্য দয়া করে আমাদেরকে একটি তারিখ দিয়ে বাধিত করবেন। শীতে ইতোমধ্যে ৪৪ জন কৃষকের মৃত্যুর খবরে আমরা অত্যন্ত ব্যথিত।
আগের পাঠানো চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, ‘পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। আমরা জানতে পেরেছি নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেছে। এতে অনেক কৃষক সম্প্রতি মারা গেছেন। স্বাধীনতাযুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরুপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতীদের তৈরি ২ হাজার কম্বল দিতে চাই। আপনার সুবিধাজনক যেকোনো দিনে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতজ্ঞ থাকবো।