রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থীকে (১৭) ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার তানভীর ইফতেফার দিহানের (১৮) ৩ বন্ধুকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রাতে তাদের ছেড়ে দেয়া হয়।
কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ওই ৩ তরুণের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মামলার বাদীরও অভিযোগ নেই। তাই তাদের ছেড়ে দেয়া হয়েছে।
ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার ‘বন্ধু’ তানভীর ইফতেফার দিহানকে একমাত্র আসামি করে কলাবাগান থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা। এ ঘটনায় দিহানের ৩ বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে তাকে। আজ (৯ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে গোপালপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুরের গোপালপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
গতকাল (৮ জানুয়ারি) রাত ১টার দিকে ওই স্কুলছাত্রীর মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে আসে। ভোর থেকেই শত শত মানুষ তাকে শেষবার দেখতে ভিড় জমায়। মরদেহ আসার পর নিকটতম আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এতে বারবার মুর্ছা যাচ্ছিলেন বাবা আল আমিন আহম্মেদ। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
জানাজায় অংশ নিয়ে মানুষ এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। দাফন শেষে হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। কমলাপুর বাজারে সড়কের পাশে দাঁড়িয়ে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেয়।