প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়া জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
আজ (২৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গতকাল (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদুল হক খান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে এ শপথ বাক্য পাঠ করান। নতুন ১জন যুক্ত হওয়ার পর মন্ত্রিসভায় এখন ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩জন উপমন্ত্রী।