নওগাঁর পত্নীতলা উপজেলায় বেসরকারি একটি ক্লিনিক থেকে আরিফা জান্নাত মীম (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ(১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ক্লিনিকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষের কারও খোঁজ পাওয়া যায়নি।
মীম ওই ক্লিনিকে রিসিপশন বিভাগে চাকরি করতেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, রাতের কোনো এক সময় ক্লিনিকের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই তরুণী।
আজ সকালে কক্ষের জানালা দিয়ে মীমের ঝুলন্ত মরদেহ দেখতে পায় ক্লিনিকের লোকজন। এরপর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ওই কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। সকাল ৯টার দিকে কক্ষের জানালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।