নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একরাতের মধ্যে ১০ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
একটি বিয়ে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুুট করে নিয়ে গেছে ডাকাত।
একরাতে গণডাকাতির ঘটনায় পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল (১৭ নভেম্বর) গভীর রাতে এ গণডাকাতির ঘটনা ঘটে।
উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় ৫টি, সদর পৌরসভার নাগড়া পাড়ায় ৩টি, উপজেলা সদরের স্টিল ব্রিজ সংলগ্ন ২টি বাড়ি এবং বাঘানগর গ্রামে হানা দেয় এই গণডাকাত দল।
জানা গেছে, উপজেলার দক্ষিণপাড়ায় হারুণের বাড়িতে ডাকাতদল হানা দেয় রাত ১টার দিকে। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ ৪০ হাজার টাকা, ৩ভরি স্বর্ণালংকার লুট করে, মোজাম্মেলের বাড়ি থেকে ১০ হাজার টাকা, মাশকুর মোল্লার বাড়ি থেকে ৫৫ হাজার টাকা ও ২টি স্মার্টফোন, ফায়জুল্লাহর বাড়ি থেকে ৬২ হাজার টাকা ও ৮-১০ ভরি স্বর্ণ, আব্দুল হাই মোল্লার বাড়ি থেকে ১ ভরি স্বর্ণ ও ৮ হাজার টাকা লুট করে, আব্দুল হাই মোল্লার বাড়িতে গত শুক্রবার বিয়ের অনুষ্ঠান ছিল। ডাকাতদের টার্গেট ছিল বিয়ে বাড়ির স্বর্ণালংকার ও টাকা পয়সা নেওয়া।
তাছাড়া বাঘানগরের নজরুলের বাড়ি, সদর স্টিল ব্রিজ সংলগ্ন টিপুর বাড়ি, নাগড়াপাড়া মোস্তাকিম, তানভির, মুক্তাদির ও রফিকুলের বাড়িতে ডাকাতদল হানা দেয়। তাদের বাড়ি থেকে কিছু না নিতে পারলেও ডাকাতদল ৪জনকে কুপিয়ে আহত করে।
গণডাকাতির বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহিন ফরাজী জানান, আড়াইহাজার উপজেলা বিশাল এলাকা। শীতের সময় ডাকাতির প্রবণতা বেড়ে যায়। এই শীতে ডাকাতি রোধে আমরা নাইট টহল বাড়িয়ে দেব। যে সকল পয়েন্টে ডাকাতদের তৎপরতা বেশি সেখানে স্পেশাল টিম দেয়া হবে।
ডাকাতির ঘটনায় পুলিশ অ্যাকশনে যাবে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। ডাকাতদের গ্রেফতার করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে।