করোনা ভাইরাস থামাতে পারেনি জানুয়ারীর ১ তারিখে অনুষ্ঠিতব্য বই বিতরণ কার্যক্রম। করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রতিবছরের মত নতুন শিক্ষাবর্ষে নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতে দেশের সকল কর্মকাণ্ড যেভাবে দৃঢ়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোকাবেলা করছেন ঠিক সেভাবেই দেশের শিক্ষা কার্যক্রমকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও শিক্ষামন্ত্রী ডা. দিপুমনির কর্মদক্ষতায় এবছরও দেশের শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামীণ অঞ্চল পর্যন্ত নতুন বই পৌঁছে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সারাদেশে একযোগে আজ বিনামূল্যে বই বিতরণ করা হয়। তবে, করোনা মহামারির কারণে এবার আগের মত বড় করে বই উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তায় স্কুল থেকেই বই বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত ১৫ নং মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ উৎসব ২০২১ অনুষ্ঠিত হয়।
বই বিতরণ উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।