গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের পাশে সোনাখালী এলাকায় শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় আহত আরও ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ নিহতের সংখ্যা বেড়ে ২জন।
আজ(৭ নভেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত কোন পরিচয় জানা যায়নি। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গগামী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল সোয়া ১০টার দিকে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেগে থাকা দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ভোররাত সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকা ত্যাগ করার সময় ওই এলাকায় রেল ক্রসিংয়ে শ্রমিকবোঝাই একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। কিছু দুর গিয়ে ট্রেনটি থেমে যায়।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেনন, ট্রেনের ধাক্কায় বাসে থাকা ২ শ্রমিক নিহত ও ৪জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা সবাই বাসের যাত্রী। নিহতদের মধ্যে রহিমা ঘটনাস্থলে এবং মাসুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সকাল সোয়া ১০টার দিকে সরিয়ে নিয়েছেন। বর্তমানে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।