নীলফামারীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল (১৯ নভেম্বর) রাতে কিশোরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আজ বিকেলে কিশোরগঞ্জ থানায় মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
জানা যায়, গতকাল রাতের খাবার খেয়ে ওই ছাত্রী বাড়ির দরজার সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিল। হঠাৎ করে এ সময় পেছন থেকে সদর ইউনিয়নের চৌকিদারপাড়ার মহসিন আলীর ছেলে আরিফ হোসেন (২২) তার মুখ চেপে ধরে ধানখেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।
পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ির সামনের রাস্তার মাটিতে পড়ে থাকতে দেখেন। রাতে পুলিশকে খবর দেয়া হলে তারা ওই ছাত্রীকে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মেয়ের বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আরিফকে গ্রেফতারের যথাযথ চেষ্টা চলছে।