দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠের লড়াইয়ে ফুটবলাররা কতটা মানিয়ে নিতে পারবেন, এ নিয়ে খানিকটা শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার দিনে সব শঙ্কাই উড়িয়ে দিয়েছে জেমি ডের শিষ্যরা। নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিলের গোলের বাংলাদেশের এই ফেরা হয়েছে।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে জীবনের গোলের পর দ্বিতীয়ার্ধে সুফিল ব্যবধান দ্বিগুণ করেন।