পটুয়াখালীতে বাবাকে হত্যা করে পালিয়ে গেছেন ছেলে ইমরান (২৬)।
গতকাল (২৩ নভেম্বর) ঢাকার শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় আজ বেলা ১১টায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইমরান।
জানা গেছে, গত ১৯ নভেম্বর সকালে পটুয়াখালীর দশমিনার বাঁশবাড়িয়া গ্রামে ইমরানের বাবা নজরুল ইসলামের (৪৫) রক্তাক্ত লাশ তার বসতঘরের কাছে ছাগল রাখার ঘরে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। তার গলার বাম পাশে কানের নিচে ঘাড়ে কাটা ছিল। রাতে তার স্ত্রী রিনা বেগম (৪০) ও তিনি ঘরে একই বিছানায় ঘুমানো ছিলেন। ঘটনার পর থেকে তার ছেলে ইমরান পলাতক ছিলেন।
কাঠের দোতলা বসতঘরের দ্বিতীয় তলায় টেবিলের ওপর একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, আমার মা এই খুনের বিষয়ে কিছুই জানে না। আমি ইমরান নিজে একা এই খুন করেছি।
চট্টগ্রামে অবস্থানরত ভিকটিমের ছোট ছেলে ইলিয়াস (১৯) বাড়িতে এসে বাদী হয়ে দশমিনা থানায় মামলা দায়ের করেছেন। ঢাকা থেকে গতকাল ইমরানকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছেন, বাবা জমি বিক্রি করে তাকে কোনো টাকা না দেয়ায় এবং দীর্ঘদিন ধরে তার মাকে অত্যাচার করায় তা থেকে ক্ষোভে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে তিনি তার বাবাকে হত্যা করে। পরে লাশ বস্তাবন্দি করে ঢাকায় পালিয়ে যান।
গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী রাতে নিজ ঘর থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার হয়েছে।
প্রাপ্ত চিরকুটটির সত্যতা নিশ্চিতের জন্য যথাযথ বিশেষজ্ঞ কর্তৃক যাচাইয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।