ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর আফগান।
এই ডানহাতি ব্যাটসম্যান খুব শিগগিরই ২য় বিয়ে করতে চলেছেন। এরই মধ্যে তার বিয়ের বাগদান হয়ে গেছে।
আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানাননি এই আফগান অধিনায়ক। তবে আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে এ খবর। আফগান ক্রিকেট বোর্ডের সাবেক মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমাদঁও এ খবরটি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মোমাদঁ লিখেছেন, আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক আসগর আফগান দ্বিতীয় বিয়ের জন্য বাগদান সেরেছেন। তার প্রথম স্ত্রীর সংসারে এক ছেলেসহ ৫ সন্তান রয়েছে। জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা অধিনায়ক।
প্রথম সংসারে ৫ সন্তান (এক ছেলে ও চার মেয়ে) রয়েছে আসগরের। তবু কেন দ্বিতীয় বিয়ে করছেন এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।