মানিকগঞ্জ সদরের জয়নগর গ্রামে শিশু তানভীর হত্যা মামলায় চাচি চায়না বেগমকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাছাড়া তাকে আরও ১০ হাজার অর্থদণ্ড দেয়া হয়েছে।
আজ (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন এ রায় দিয়েছেন।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালের ৩০ মে সকালে গোসল করাতে নিয়ে ৩বছরের শিশু তানভীরকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে শিশুটির চাচি চায়না বেগম। মরদেহ কালীগঙ্গা নদীতে ভাসিয়ে দেয়ার সময় জেলেরা এ বিষয়টি দেখতে পান।
পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক শিশু তানভীরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা কমলা বেগম বাদী হয়ে চায়নাকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ মানিকগঞ্জের সিংগাইর থেকে চায়নার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। ২০১৭ সালের ২৮ অক্টোবর চায়নাকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহনের পর আজ (১৪ ফেব্রুয়ারি) আসামির উপস্থিতিতে চায়নাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।