মৌলভীবাজার জেলা পুলিশের সেবা নিশ্চিত ও কাজে স্বচ্ছতার লক্ষ্যে পুলিশের সেবাদানের সব স্থাপনাকে আইপি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।
গতকাল মৌলভীবাজার পুলিশের এই ডিজিটাল আই উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, মৌলভীবাজার জেলা পুলিশকে দুর্নীতিমুক্ত ও গতিশীল রাখতে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা পুলিশের সকল থানা ও বিভিন্ন স্থাপনায় আইপি ক্যামেরা সংযোজন করা হয়েছে।
যার মাধ্যমে সেবার মান আরও উন্নত ও গতিশীল হবে এবং স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক পুলিশিং নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিভিন্ন থানায় অফিসাররা ২৪ ঘণ্টার তদারকির মাধ্যমে থানা পর্যায়ের সেবা শতভাগ নিশ্চিত করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। মৌলভীবাজার জেলা পুলিশের একটি প্রশিক্ষিত টিম আইপি ক্যামেরার ওপর রাউন্ড দ্যা ক্লক তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। এই প্রচেষ্টা মৌলভীবাজার জেলার সকল সম্মানিত নাগরিকের নিরাপত্তা রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।