১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগ। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। ৭৩ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিনিয়ত এখন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ,দেশের যে কোন ক্লান্তীলগ্নে পাশে থাকে সংগঠন ও দেশবাসীর।
গতকাল সংগঠনটির ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বরাবরের মতো,ঢাকা দক্ষিণ এর অন্যতম শক্তিশালী ইউনিট হিসেবে স্বতস্ফূর্ত অংশ গ্রহন নিশ্চিত করেন রামপুরা থানা ছাএলীগের সভাপতি পান্থ দে নেতৃত্বে রামপুরা থানা ছাত্রলীগ। অতিতের যে কোন প্রোগ্রামের মত রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি পান্থ দে’র নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নির্দেশনায় যে কোন প্রোগ্রাম সফল ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ছিলো না।
রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি পান্থ দে’র নেতৃত্বে ২৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাজু আহমেদ ও ফয়সাল আহমেদ তমাল এবং ৯৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইয়ামিন রহমান প্রান্ত সহ থানা ছাত্রলীগ নেতা আবু ইমাম শুভ, নুরুল ইসলাম, মোঃ শাকিল সহ অন্যান্যদের সহযোগিতায় প্রায় দেড় শতাধিক বাইকের শোডাউনের মধ্য দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচিতে অংশ গ্রহন করে। প্রতিষ্ঠা বার্ষিকীর শোডাউনে মহানগর বা কেন্দ্রীয় তেমন নির্দেশনা না থাকলেও ব্যক্তিগত আয়োজনে সংগঠনকে ভালোবেসে ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষী হতে দৃষ্টি নন্দন এ শোডাউন করেন পান্থ দে।