বগুড়ার ধুনট উপজেলায় তৌহিদ সরকার (৫) নামের এক শিশুকে বঁটি দিয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ (১৯ ফেব্রুযারি) দুপুরে ঘরের মেঝে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, আব্দুল গফুর দীর্ঘদিন ধরে মালয়েশিয়া তে অবস্থান করছেন। গ্রামের বাড়িতে মা দুলালী বেগমের কাছে থাকত তৌহিদ। আজ সকালের দিকে বাড়ির লোকজন কাজের উদ্দেশ্যে বাইরে যান। এসময় তৌহিদের মা মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘটনার সময় তৌহিদ বাড়িতে একাই ছিল। এ অবস্থায় কে বা কারা ঘরের ভেতর ঢুকে তাকে বঁটি দিয়ে জবাই করে হত্যার পর তার মৃতদেহ মেঝেতে ফেলে রেখে যায়। পরে বাড়িতে ফিরে তৌহিদের মা ঘরের মেঝেতে ছেলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তার চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে পৌঁছে থানায় খবর দেয়।
এ ঘটনাটি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।
তিনি জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা বঁটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের জড়িতদের খুঁজে বের করার যথাযথ চেষ্টা চলছে।