গতকাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৩৫ বছরে পা রাখলেন। জীবনের বিশেষ দিনটি খানিকটা রঙিন করে রাখতে মহামারি করোনা ভাইরাস উপেক্ষা করেই স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করেছিলেন ঘরোয়া এক পার্টির। সেখানে প্রাক্তন প্রেমিকাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন রণবীর কাপুর। সঙ্গে এসেছিলেন রণবীরের হবু স্ত্রী আলিয়া ভাট।
ভারতীয় গণমাধ্যমে সেই বিষয়টাই বেশ রসালো করে এসেছে।
জন্মদিনের ঠিক আগে বলিউডের হট দম্পতি রণথম্ভোরে ছুটি কাটিয়ে এসেছেন ৷ ফিরে আসার পরেই জন্মদিনও সেলিব্রেট হল দীপিকার। সেই বার্থডে পার্টিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা হাজির হয়েছেন।
দীপিকার জন্মদিনে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর, আলিয়া ভাট, করণ জোহর, অনন্যা পাণ্ডে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, ইশান খট্টরসহ আরও অনেকে।