সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের উপস্থিত হয়ে নতুন বছরের বই সংগ্রহ করতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি অনুসারে ধাপে ধাপে শিক্ষকরা অভিভাবকদের হাতে পাঠ্যবই তুলে দেবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
গতকাল (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মো. জাকির হোসেন জানান, আগের ক্লাসের রোল নম্বর নিয়ে পরের ক্লাসে যাবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। ক্লাস মূল্যায়ণের মাধ্যমে একই রোল নম্বরে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে তোলা হবে।
প্রতিমন্ত্রী জানান, এ বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করা হবে না।
২০২১ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেয়া হবে। শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে অভিভাবকদের হাতে বই তুলে দেয়া হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে সন্তানদের বই সংগ্রহ করবেন।
যে সব বিদ্যালয়ে কম শিক্ষার্থী রয়েছে, সেখানে ১দিনে সব শ্রেণির বই বিতরণ করা হবে। বেশি শিক্ষার্থী থাকলে ৩দিন ভাগ করে বিতরণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সব বিদ্যালয়ে বই বিতরণ করতে বলা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা মাঠ কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে। বই বিতরণের সময় নিজ নিজ স্থানের মাঠ কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।